ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
বহুল প্রতীক্ষিত এক সিরিজ। ভারতের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দর্শকদের তাই এই সিরিজকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।
তবে এই ম্যাচের জয় পরাজয় নিয়ে যতটা না কথা হচ্ছে, তার চেয়ে বেশি কথা হচ্ছে দিল্লির পরিবেশ নিয়ে। দিল্লিতে পরিবেশ দূষণের মাত্রা বিপজ্জনক সীমা ছাড়িয়েছে। গত কয়েকদিন মুখে মাস্ক পরে অনুশীলন করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।
আজ রোববার সে দূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। তবে ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে তা আবার কমেও গেছে। তাই শুরুতে শঙ্কা তৈরি হলেও সময়মতোই মাঠে গড়িয়েছে ম্যাচটি।