ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নরেন্দ্রপুর ফুটবল টুর্নামেন্ট: রঘুনাথপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিনাইদহ র‌্যাব-৬

Reporter Name

ঝিনাইদহঃ

শীতের পড়ন্ত বিকেলে দুপুর ৩ টা থেকে আসতে শুরু করে দর্শক। সময় যাওয়ার সাথে সাথে দর্শকদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঘোষনগর-নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এই মাঠেই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ডের আজ শনিবার ছিল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ বনাম রঘুনাথপুর ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সহকারী কমান্ডার এএসপি আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ এলাকার সুধীজনেরা।

বেলা সাড়ে ৩ টায় রেফারীর বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়। প্রথমে রঘুনাথপুর ফুটবল একাদশের খেলোয়াড়েরা সুন্দর খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে। কিছুটা কোনঠাসা হয়ে পড়ে ঝিনাইদহ র‌্যাব-৬ এর ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার প্রথমার্ধে রঘুনাথপুর ফুটবল একাদশের ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় শাওন একদম ফাঁকা একটি বল ঝিনাইদহ র‌্যাব-৬ এর গোলরক্ষক কাদেরের গায়ে লাগিয়ে বাইরে পাঠিয়ে দেন। এরপর গোলশূন্য নিয়ে দুই দলই বিরতিতে যায়।

বিরতির পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রথম গোলের দেখা পায় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ। ৪৭ মিনিটে দলকে এগিয়ে নেয় ১৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় রনি। বল কিছুটা ফাঁকা পেয়ে গোলরক্ষককে একদম বোকা বানিয়ে প্রথম গোলটি করেন। এরপর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে রঘুনাথপুর। কিন্তু ঝিনাইদহ র‌্যাব-৬ এর ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশের বাড়িয়ে দেওয়া বলে ৫৮ মিনিটে জোরালো শট দিয়ে বল জালে জড়িয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সেই রনি। ২-০ গোলে এগিয়ে যায় ঝিনাইদহ র‌্যাব- ৬ একাদশ। এরপর খেলায় টান টান উত্তেজনার মধ্যে ৬৪ মিনিটে রঘুনাথপুর ফুটবল একাদশের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় মিমের জোরালো শটে ব্যবধান কমায় রঘুনাথপুর। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ।

এরপর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান ঝিনাইদহ র‌্যাব-৬ এর রনি।

খেলায় ধারাভাষ্যেকার হিসেবে ছিলেন খোরশেদ আলম। খেলাটি পরিচালনা করেন মমিনুল হক খোকা, বাবু ও মারুফ।

About Author Information
আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
৪৩৯ Time View

নরেন্দ্রপুর ফুটবল টুর্নামেন্ট: রঘুনাথপুরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঝিনাইদহ র‌্যাব-৬

আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

ঝিনাইদহঃ

শীতের পড়ন্ত বিকেলে দুপুর ৩ টা থেকে আসতে শুরু করে দর্শক। সময় যাওয়ার সাথে সাথে দর্শকদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঘোষনগর-নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এই মাঠেই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ডের আজ শনিবার ছিল ফাইনাল খেলা। ফাইনাল খেলায় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ বনাম রঘুনাথপুর ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সহকারী কমান্ডার এএসপি আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ এলাকার সুধীজনেরা।

বেলা সাড়ে ৩ টায় রেফারীর বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়। প্রথমে রঘুনাথপুর ফুটবল একাদশের খেলোয়াড়েরা সুন্দর খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে। কিছুটা কোনঠাসা হয়ে পড়ে ঝিনাইদহ র‌্যাব-৬ এর ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার প্রথমার্ধে রঘুনাথপুর ফুটবল একাদশের ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় শাওন একদম ফাঁকা একটি বল ঝিনাইদহ র‌্যাব-৬ এর গোলরক্ষক কাদেরের গায়ে লাগিয়ে বাইরে পাঠিয়ে দেন। এরপর গোলশূন্য নিয়ে দুই দলই বিরতিতে যায়।

বিরতির পর দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রথম গোলের দেখা পায় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ। ৪৭ মিনিটে দলকে এগিয়ে নেয় ১৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় রনি। বল কিছুটা ফাঁকা পেয়ে গোলরক্ষককে একদম বোকা বানিয়ে প্রথম গোলটি করেন। এরপর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে রঘুনাথপুর। কিন্তু ঝিনাইদহ র‌্যাব-৬ এর ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশের বাড়িয়ে দেওয়া বলে ৫৮ মিনিটে জোরালো শট দিয়ে বল জালে জড়িয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সেই রনি। ২-০ গোলে এগিয়ে যায় ঝিনাইদহ র‌্যাব- ৬ একাদশ। এরপর খেলায় টান টান উত্তেজনার মধ্যে ৬৪ মিনিটে রঘুনাথপুর ফুটবল একাদশের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় মিমের জোরালো শটে ব্যবধান কমায় রঘুনাথপুর। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ।

এরপর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান ঝিনাইদহ র‌্যাব-৬ এর রনি।

খেলায় ধারাভাষ্যেকার হিসেবে ছিলেন খোরশেদ আলম। খেলাটি পরিচালনা করেন মমিনুল হক খোকা, বাবু ও মারুফ।