এবারের বঙ্গবন্ধু বিপিএলে কে কেমন দল গড়ল
সবুজদেশ ডেস্কঃ
বঙ্গবন্ধু বিপিএলে শুরু হচ্ছে ১১ ডিসেম্বর থেকে। গতকাল হয়ে প্লেয়ার্স ড্রাফট। অংশ নেওয়া ৭টি দল গুছিয়ে নিয়েছে নিজেদের।
এবার বিপিএলে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ আসরে থাকছে না কোন ফ্র্যাঞ্চাইজি। ফলে বদলে গেছে দলগুলোর নামও।
এবারের আসরের দলগুলো :
১। ঢাকা প্লাটুন
২। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৩। রাজশাহী রয়্যালস
৪। সিলেট থান্ডার
৫। খুলনা টাইগার্স
৬। রংপুর রেঞ্জার্স
৭। কুমিল্লা ওয়ারিয়র্স
দলগুলো স্কোয়াড সাজিয়েছে যেভাবে :
ঢাকা প্লাটুন— এনামুল হক বিজয়, তামিম ইকবাল, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স, আরিফুল ইসলাম, মুমিনুল হক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স— মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, নুরুল হাসান, এনামুল হক জুনিয়র।
রাজশাহী রয়্যালস— লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা, হজরুতুল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলক কাপালি।
সিলেট থান্ডার— মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান।
খুলনা টাইগার্স— মুশফিকুর রহীম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, শামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান।
রংপুর রেঞ্জার্স— মোস্তাফিজুর রহমান, আরাফত সানী, জহুরুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নবী, শাই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান।
কুমিল্লা ওয়ারিয়র্স— আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজীব-উর-রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি।