বঙ্গবন্ধু বিপিএলে দল পাননি যারা
সবুজদেশ ডেস্কঃ
গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সাতটি দল গুছিয়ে নিয়েছে নিজেদের। এর মধ্যে দল পাননি অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়। এমনকি বিপিএলের অন্যতম সফর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দল পাননি শুরুর দিকে। শেষ দিকে তাকে কিনে নেয় ঢাকা।
এবার তুলনামূলক সিনিয়র খেলোয়াড়দের প্রতি দলগুলোর আগ্রহ ছিল কম। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড়দের অনেকে দল পাননি।
জাতীয় দলের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড়রা ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। তাদের বড় অংশই দল পাননি এবার।
দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, নাইম ইসলাম, মার্শাল আইয়ুব ও জিয়াউর রহমান।
এছাড়া মোশাররফ রুবেল, ইলিয়াস সানি, শাহাদাত রজিব, মেহেদী মারুফ, সাকলাইন রাজীব, শুভাশীষ রায়, তানভীর হায়দার ও সৈকত আলীর প্রতিও আগ্রহ দেখায়নি কোন দল।
দল পাননি জাতীয় দলের দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।