ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ। নিশ্চিতভাবে এটি ইতিহাস গড়তে যাচ্ছে। কারণ প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে নামছে দুদল।
ইতিহাস গড়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ফলে আগে বোলিং করবে ভারত।
গোলাপি ম্যাচে টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। পেসার এবাদত হোসেনের জায়গায় ঢুকেছেন আল-আমিন হোসেন। আর স্পিনার তাইজুল ইসলামের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম হাসান।