চাপালী ফুটবল টুর্নামেন্ট: বেজপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মর্নিংস্টার
ঝিনাইদহঃ
দুপুর ২ টা থেকেই মাইকে বাজতে থাকে গান। আসতে থাকে ফুটবল ভক্ত দর্শক। মাঠের চারপাশ পূর্ণ হয়ে যায় দর্শকে। মুহুর মুহুর করতালি আর ঢোলের বাদ্যে মাঠের পরিবেশ হয়ে যায় অন্যরকম।
বিকেল সাড়ে ৩ টায় ফাইনাল খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আজাদ রহমান, আব্দুর রহিম, বুলবুল আহমেদ, একাত্তর টিভির মিশন আলী প্রমুখ।
মাঠে নামে দুই দল। বেজপাড়া ফুটবল একাদশ ও মর্নিংস্টার ফুটবল একাদশ একে অপরের প্রতিদ্বন্দি। রেফারীর বাঁশির মধ্য দিয়ে খেলা শুরু হওয়ার প্রথম থেকেই পাচিং ফুটবল খেলে মর্নিংস্টার ফুটবল একাদশ। বার বার আক্রমণ করলেও বেজপাড়া ফুটবল একাদশের রক্ষণভাগ ছিল মজবুত। কিছুতেই বল জালে জড়াতে পারছিল না। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলার মধ্যেই ১৭ মিনিটের মাথায় বেজপাড়া একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাগরের উচুঁ করে বাড়ানো বলে ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগের বা পায়ের জোরালো শট বল জালে জড়িয়ে যায়। এরই সুবাদে এগিয়ে যায় বেজপাড়া ফুটবল একাদশ।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কালীগঞ্জ মর্নিং স্টার ফুটবল একাদশ। কিন্তু এর কিছুক্ষণ পরই বেজপাড়া একাদশের ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাগরের বাড়ানো বলে ২ খেলোয়াড় কে পরাস্থ করে ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাগর আরেকটি গোল করে বেজপাড়া একাদশকে ২-০ গোলে এগিয়ে নেয়। ২-০ গোলে এগিয়ে থেকেই খেলার বিরতিতে যায় বেজপাড়া ফুটবল একাদশ।
বিরতি থেকে ফিরে কিছুটা ছন্দ পতন হয় বেজপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দের। এরই সুযোগে দ্বিতীয় আর্ধের ৪ মিনিটের মাথায় মর্নিং স্টারের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় রকির বাড়ানো বলে মাথা লাগিয়ে ব্যবধান কমিয়ে নেয় ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় রনি। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছিল। এর কিছুক্ষণ পর ১৮ মিনিটের মাথায় আরেকটি গোল করে খেলা সমতায় আনেন রনি। ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ হয়।
এরপর ট্রাইব্রেকারে ৪-২ গোলে বেজপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চাপালী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মর্নিংস্টার ফুটবল একাদশ। খেলায় সেরা গোলদাতার পুরষ্কার পান মর্নিংস্টার ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রনি, ম্যান অব দ্যা টুর্ণামেন্টের পুরষ্কার পান বেজপাড়া ফুটবল একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ।