আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকাঃ
নানা জল্পনা-কল্পনার পর জানা গেলো আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির ফাঁকা পদগুলোতে কারা আসছেন। বৃহস্পতিবার রাত ৯টার কিছু পর দলের ধানমণ্ডি কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির ফাঁকা পদগুলোর বিপরীতে নাম প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, প্রেসিডিয়াম সদস্যরা সবাই নাম প্রস্তাব করেছেন। নেত্রী অনেক যাচাই বাছাই করেছেন। বলেছেন, যারা নাম দিয়েছে আমি কাউকে বঞ্চিত করিনি। কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক, ধর্ম সম্পাদক, একটি সাংগঠনিক সম্পাদক ও ৩ টি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে। সেগুলো পরবর্তীতে পূরণ করা হবে।
এরপর কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করেন ওবায়দুল কাদের। তালিকাটি তুলে ধরা হলো।
অর্থ ও পরিকল্পনা সম্পাদক: ওয়াসিকা আয়সা খান
তথ্য ও গবেষণা সম্পাদক: ড. সেলিম মাহমুদ
শ্রম ও জনশক্তি সম্পাদক: হাবিবুর রহমান সিরাজ
সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল
উপ-দফতর সম্পাদক: সায়েম খান
উপ-প্রচার সম্পাদক: আমিনুল ইসলাম
সদস্য: আবুল হাসনাত আব্দুল্লাহ
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
অ্যাডভোকেট কামরুল ইসলাম
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
খ. ম. জাহাঙ্গীর
নুরুল ইসলাম ঠাণ্ডু
বদরউদ্দীন কামরান
দীপংকর তালুকদার
অ্যাডভোকেট আমিরুল আলম মিলন
আখতার জাহান
ডা.মুশফিক
এড.রিয়াজুল কবির কাউসার
মেরিনা জামান কবিতা
পারভীন জামান কল্পনা
হোসনে আরা লুৎফা ডালিয়া
অ্যাডভোকেট সফুরা খাতুন
অ্যাডভোকেট সানজিদা খানম
আনোয়ার হোসেন
আনিসুর রহমান
শাহবুদ্দিন ফারাজি
ইকবাল হোসেন অপু
গোলাম রাব্বানী চিনু
মারুফা আক্তার পপি
উপধ্যক্ষ রেমন্ড আরেং
গ্লোরিয়া সরকার ঝরনা
কমিটি ঘোষণা শেষে আগামী ৩ জানুয়ারি দলের যৌথসভা অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের।
২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯টি কার্যনির্বাহী কমিটির পদ ফাঁকা রাখা হয়েছিল।