ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্টেশনে ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন ঝিনাইদহের এসপি

Reporter Name

ঝিনাইদহের কালীগঞ্জ মোবরকগঞ্জ রেল স্টেশনে ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন ঝিনাইদহের এসপি মোঃ হাসানুজ্জামান।

ঝিনাইদহঃ

রাত সাড়ে ১২ টা। চারিদিকে কুয়াশা আর শুনশান নীরাবতা। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমুল মানুষেরা। যাদের আস্তানা রেল স্টেশন কিংবা ফুটপাত। কনকনে শীতে যবুথবু হয়ে শুয়ে আছে স্টেশনে। সেসব ছিন্নমুল মানুষের জন্য কম্বল নিয়ে হাজির হলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া, থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

ছবিঃ সবুজদেশ নিউজ ডটকম

কম্বল বিতরণকালে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, গত কয়েকদিন প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। সমাজের এই অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। আমাদের সামান্য সহযোগিতায় তাদের একটু কষ্ট লাঘব হবে।

এরপর তিনি স্টেশন ও এর আশেপাশের প্রায় অর্ধ শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীত উপেক্ষা করে পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করায় সাধারণ মানুষ ঝিনাইদহের এসপিকে ধন্যবাদ জানিয়েছেন।

About Author Information
আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
৪৯৬ Time View

স্টেশনে ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন ঝিনাইদহের এসপি

আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহঃ

রাত সাড়ে ১২ টা। চারিদিকে কুয়াশা আর শুনশান নীরাবতা। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমুল মানুষেরা। যাদের আস্তানা রেল স্টেশন কিংবা ফুটপাত। কনকনে শীতে যবুথবু হয়ে শুয়ে আছে স্টেশনে। সেসব ছিন্নমুল মানুষের জন্য কম্বল নিয়ে হাজির হলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। ঘুমন্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিলেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া, থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

ছবিঃ সবুজদেশ নিউজ ডটকম

কম্বল বিতরণকালে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, গত কয়েকদিন প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। সমাজের এই অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। আমাদের সামান্য সহযোগিতায় তাদের একটু কষ্ট লাঘব হবে।

এরপর তিনি স্টেশন ও এর আশেপাশের প্রায় অর্ধ শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীত উপেক্ষা করে পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করায় সাধারণ মানুষ ঝিনাইদহের এসপিকে ধন্যবাদ জানিয়েছেন।