ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name

ফাইল ফটো

নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলায় খালে মাছ ধরা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আসলাম গাজী (৪৪)। এ ঘটনায় নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার চালিতাতলা গ্রামের কাক্কা মোল্যা এবং ইদ্রিস গাজী গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলে আসছিল।

বুধবার সকালে ইদ্রিস সমর্থক জসিম গাজীসহ তাদের লোকজন ওই গ্রামের খালে মাছ ধরতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় কাক্কা মোল্যা গ্রুপের নবাব মোল্যা (২৭), মুরসালিন শেখ (২৮) ও রিফায়েত মোল্যা এবং ইদ্রিস গ্রুপের ইদ্রিস গাজী (৬০), আসলাম গাজী (৪৪), ইলিয়াস গাজী (৫০), শাহিদুল শেখ (৪৫), বাবু গাজী (৩৫), নাহিদ গাজী (২৬), ইকতার গাজী (৪০), তুরান গাজী (২৭), তবারেক গাজী (৩০), শিরিনা বেগম (৪৫), নারগিস (২৫) ও নিহত আসলাম গাজীর স্ত্রী ফাতেমা (২৭) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন বিকালে তার মৃত্যু হয়।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন বলেন, চিকিৎসাধীন আসলাম গাজীর মৃত্যু হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০১:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
৩৬৫ Time View

মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০১:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলায় খালে মাছ ধরা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আসলাম গাজী (৪৪)। এ ঘটনায় নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম ওই গ্রামের ইদ্রিস গাজীর ছেলে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার চালিতাতলা গ্রামের কাক্কা মোল্যা এবং ইদ্রিস গাজী গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলে আসছিল।

বুধবার সকালে ইদ্রিস সমর্থক জসিম গাজীসহ তাদের লোকজন ওই গ্রামের খালে মাছ ধরতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় কাক্কা মোল্যা গ্রুপের নবাব মোল্যা (২৭), মুরসালিন শেখ (২৮) ও রিফায়েত মোল্যা এবং ইদ্রিস গ্রুপের ইদ্রিস গাজী (৬০), আসলাম গাজী (৪৪), ইলিয়াস গাজী (৫০), শাহিদুল শেখ (৪৫), বাবু গাজী (৩৫), নাহিদ গাজী (২৬), ইকতার গাজী (৪০), তুরান গাজী (২৭), তবারেক গাজী (৩০), শিরিনা বেগম (৪৫), নারগিস (২৫) ও নিহত আসলাম গাজীর স্ত্রী ফাতেমা (২৭) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন বিকালে তার মৃত্যু হয়।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন বলেন, চিকিৎসাধীন আসলাম গাজীর মৃত্যু হয়েছে।