ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে সুইডিস শিল্পীরা গাইলেন রবীন্দ্রসংগীত

Reporter Name

যশোরঃ

যশোরে সুইডিস শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়েছে। বুধবার রাতে উদীচী যশোর জেলা সংসদের সত্যেন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে উদীচী যশোরের শিল্পীরা জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশন করে। এর পরে একে সুইডিস নাগারিক শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

শিল্পীরা হলেন- বুবু মানসি একলন্ড, লার্স একলন্ড, স্টাফেন বেনসন, শিলা মালিক, পিয়া হোমবার্গ, জোনস ব্রেডফোর্ড, কারিন হ্যাগার্ড, কারিন আলস্টাড ও সুনিলা লিজন। শিল্পীরা রবীন্দ্র সংগীতসহ সুইডিস ভাষার গান পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাজী শাহেদ নওয়াজ।

সুইডিশ শিল্পী লর্স একলুনড জানান, ১২বছর আগে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে আমরা সুইডেনে ঠিক করি রবীন্দ্রসংগীত চর্চার। তখন থেকেই শুরু করি। এখনও গাইছি। আরেক সুইডিশ শিল্পী শিলা মালিক বলেন, বাংলাদেশকে ভালোবাসি। রবীন্দ্রনাথকে ভালোবাসি। এ দেশকেও ভালো লেগেছে। এখানে গান গেয়ে মানুষের আন্তরিকতা খুব ভালো লেগেছে।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, সংগঠনের উপদেষ্টা মশিয়ুর রহমানের মেয়ে মমতা হেনা যুথী পড়াশোনার কারণে সুইডেনে যান। সেখানে তার সঙ্গে এসব শিল্পীদের পরিচয় হয়। সম্প্রতি তারা বাংলাদেশে ঘুরতে এসেছে। যশোর অঞ্চলে আসায় তাদের সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। ৯ সদস্যের শিল্পীদল রবীন্দ্রসংগীত পরিবেশন করেছে। অনুষ্ঠানে উদীচীর পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

About Author Information
আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
৩৩৯ Time View

যশোরে সুইডিস শিল্পীরা গাইলেন রবীন্দ্রসংগীত

আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০

যশোরঃ

যশোরে সুইডিস শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়েছে। বুধবার রাতে উদীচী যশোর জেলা সংসদের সত্যেন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে উদীচী যশোরের শিল্পীরা জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশন করে। এর পরে একে সুইডিস নাগারিক শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

শিল্পীরা হলেন- বুবু মানসি একলন্ড, লার্স একলন্ড, স্টাফেন বেনসন, শিলা মালিক, পিয়া হোমবার্গ, জোনস ব্রেডফোর্ড, কারিন হ্যাগার্ড, কারিন আলস্টাড ও সুনিলা লিজন। শিল্পীরা রবীন্দ্র সংগীতসহ সুইডিস ভাষার গান পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাজী শাহেদ নওয়াজ।

সুইডিশ শিল্পী লর্স একলুনড জানান, ১২বছর আগে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে আমরা সুইডেনে ঠিক করি রবীন্দ্রসংগীত চর্চার। তখন থেকেই শুরু করি। এখনও গাইছি। আরেক সুইডিশ শিল্পী শিলা মালিক বলেন, বাংলাদেশকে ভালোবাসি। রবীন্দ্রনাথকে ভালোবাসি। এ দেশকেও ভালো লেগেছে। এখানে গান গেয়ে মানুষের আন্তরিকতা খুব ভালো লেগেছে।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, সংগঠনের উপদেষ্টা মশিয়ুর রহমানের মেয়ে মমতা হেনা যুথী পড়াশোনার কারণে সুইডেনে যান। সেখানে তার সঙ্গে এসব শিল্পীদের পরিচয় হয়। সম্প্রতি তারা বাংলাদেশে ঘুরতে এসেছে। যশোর অঞ্চলে আসায় তাদের সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। ৯ সদস্যের শিল্পীদল রবীন্দ্রসংগীত পরিবেশন করেছে। অনুষ্ঠানে উদীচীর পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।