ঝিনাইদহে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহে কৃষকদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শামসুর রহমান এর সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মাস্টার, আব্দুর রউফ, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন, আহসান হাবীব রণক, কৃষক দল নেতা আব্দুর রউফ, সিরাজুল হক জিয়া, সাজেদুর রহমান সাজেদ, রোকনুজ্জামান রোকন, তরিকুল ইসলাম তালেব, আশরাফ হোসেন।
এ সময় বক্তারা বলেন, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে তারা ঋণ নিয়ে সর্বশান্ত হয়েছেন। কৃষক তার ধান সরকারী গুদামে বিক্রি করতে পারছে না। সরকারী দলের নেতারা কৃষকদের কাছ থেকে কমদামে ধান কিনে সরকারী গুদামে বিক্রি করে লাভবান হচ্ছেন। তাই নিজেদের সকল ভেদাভেদ ভুলে কৃষকদের স্বার্থে আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের সংগঠিত করতে হবে।