ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Reporter Name

ফাইল ফটো

সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সদরের দামারপোতা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪রাউন্ড গুলি ও দুইটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ যৌথভাবে দামারপোতা এলাকায় ডাকাতসহ অপরাধীদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ওসি বলেন, তাকে উদ্ধার করে সদর হাসপাতালের নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। জাকির হোসেনের বিরুদ্ধে ৪টি হত্যা ও কয়েকটি ডাকাতি মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

About Author Information
আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
২৫১ Time View

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০

সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সদরের দামারপোতা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪রাউন্ড গুলি ও দুইটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ যৌথভাবে দামারপোতা এলাকায় ডাকাতসহ অপরাধীদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ওসি বলেন, তাকে উদ্ধার করে সদর হাসপাতালের নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। জাকির হোসেনের বিরুদ্ধে ৪টি হত্যা ও কয়েকটি ডাকাতি মামলাসহ ১৩টি মামলা রয়েছে।