রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
সবুজদেশ ডেস্কঃ
লা লিগার ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের প্রতিপক্ষ গেতাফে, কাতালান ডার্বিতে বার্সেলোনার প্রতিপক্ষ এস্পানিওল।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের ম্যাচ। আর শীর্ষে থাকা বার্সেলোনার ম্যাচ শুরু হবে রাত ২টায়।
লিগে সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রিয়াল। তিনটিই ড্র। গেতাফের বিপক্ষে যে করেই হোক জয় ছিনিয়ে আনার লক্ষ্য থাকবে তাদের। ম্যাচটিতে পুরো তিন পয়েন্ট পেলে টেবিলের শীর্ষে ওঠারও সুযোগ পেতে পারে মাদ্রিদ শহরের ক্লাবটি। সেক্ষেত্রে অবশ্য এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার হার কামনা করতে হবে তাদের।
এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি রিয়ালের উইঙ্গার মার্কো আসেনসিও ও এডেন হ্যাজার্ড। গেতাফের বিপক্ষে তাদের পাবেন না জিদান। শঙ্কা আছে মার্সেলো, লুকাস ভাসকেস ও হামেস রদ্রিগেসকে নিয়েও। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় আগে থেকেই নেই অধিনায়ক সের্হিও রামোস।
এদিকে টানা দুই ড্রয়ের পর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় দিয়ে গেল বছর শেষ করে বার্সেলোনা। এই জয়ই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে তাদের। এরনেস্তো ভালভেরদের দল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা এস্পানিওলের বিপক্ষেও জয় পাবে বলে সমর্থকদের প্রত্যাশা।
এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। অনিশ্চয়তা আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানকে নিয়েও। ফলে এস্পানিওলের বিপক্ষে তাদেরকে পাচ্ছেন না বার্সেলোনা ভালভেরদে। তবে আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের কোনো সমস্যা নেই।
নতুন বছরে লিগের শিরোপার লড়াই বার্সেলোনা ও রিয়ালের মধ্যে দারুণভাবে জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আঠারোটি করে ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল।
৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে সেভিয়া। চতুর্থস্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩২।