ঢাবিতে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
যশোরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। (৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশকে নারীর জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের এবারের সংগ্রাম নিপীড়ন মুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম। এটা মুখ বুঝে সহ্য করার মতো কোনো ঘটনা নয়। এটা বর্বরোচিত এবং ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন তাকে নিচে নামাতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। নারীর জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের এবারের সংগ্রাম নিপীড়ন মুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম।
যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়নের পরিচালনায় মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী মো. আমজাদ হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. শিরিন নিগার, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. নাসিম রেজা, যৌন নিপীড়ন বিরোধী কমিটির আহ্বায়ক ড. মৌমিতা চৌধুরী, যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন প্রমুখ।