মতিন মিয়ার জোড়া গোলে এগিয়ে লাল-সবুজের বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
জিতলে সেমিফাইনাল, হারলে বাদ আর ড্র করলে টাইব্রেকার-এমন এক সমীকরণ নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে শ্রীলংকার মোকাবিলা করছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিকে থাকার এ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে লাল-সবুজের বাংলাদেশ। ১৮ মিনিটে মতিন মিয়ার গোলে সেমিফাইনালের দিকে পা এগিয়ে রেখেছে জেমি ডে’র শিষ্যরা। ৬৩ মিনিটে আরো একটি গোল করে এগিয়ে দেয় মতিন মিয়া।
আজ (বোরবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে উল্লেখযোগ্য দর্শক আসন নিয়েছে গ্যালারিতে। পশ্চিম গ্যালারির পুরোটাই দর্শকে ঠাসা। সমর্থকরা বাদ্য-বাজনা নিয়ে বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে গ্যালারি মাতিয়ে রাখছে। তাদের আনন্দ আরো বাড়াতে মতিন মিয়ারা সময় নিয়েছে মাত্র ১৮ মিনিট।
ইনজুরির কারণে এ ম্যাচে দর্শক হয়ে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তাতেই কপাল খুলে গেছে তরুন মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা। অভিষেক ম্যাচে মাঝমাঠে ভালোই সার্ভিস দিচ্ছেন চট্টগ্রাম আবাহনীর এ মিডফিল্ডার। মানিকের বাড়িয়ে দেয়া বল থেকেই এগিয়ে যাওয়া গোলটি করেছেন মতিন। জামালসহ প্রথম ম্যাচের একাদশ থেকে চারজন আজ মাঠের বাইরে। জেমির চার পরিবর্তনের দলটি দর্শকদের প্রথমার্ধে দর্শক মাতিয়েই রেখেছে।
বাংলাদেশ একাদশ
আশরাফুল রানা, রহমত মিয়া, তপু বর্মন, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, ইব্রাহিম, রিয়াদুল হাসান, মানিক মোল্লা ও সুফিল।