ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যুবক হত্যাকান্ডে ৬ জনের যাবজ্জীবন

Reporter Name

খুলনাঃ

খুলনার ব‌টিয়াঘাটায় রিপন রায় (১৯)না‌মের এক যুবক‌কে হত্যার দা‌য়ে ৬অাসা‌মি‌কে যাবজ্জীবন কারাদন্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত। এছাড়া দোষী সাব্যস্ত না হওয়ায় ২জন‌কে খালাস দেয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২০জানুয়া‌রি) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা ক‌রে‌ছেন। রিপন রায় ব‌টিয়াঘাটা উপ‌জেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রা‌য়ের ছে‌লে। বৃ‌ত্তি খলশী বু‌নিয়ায় রিপন সি‌ডি দোকা‌নের ব্যবসা কর‌তো।

দন্ডপ্রাপ্তরা হলো, ব‌টিয়াঘাটা উপ‌জেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্ম‌দের ছে‌লে ম‌নিরুজ্জামান ঘরামী, পার‌শেমা‌রির ম‌জিদ সরদা‌রের ছে‌লে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছে‌লে জাহাঙ্গীর সরদার, নুর শে‌খের ছে‌লে এনামুল শেখ, খা‌লেক শে‌খের ছে‌লে কা‌দের শেখ ও সিরাজ শে‌খের ছে‌লে পিন্টু শেখ।

খালাশপ্রাপ্ত দু’জন হ‌লেন একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান ম‌ল্লিক। আদালতের উচ্চমান বেঞ্চ সহকা‌রি মোঃ সা‌য়েদুল হক শাহীন নথীর বরাত দি‌য়ে জানান, ২০০৭সা‌লের ১এ‌প্রিল রা‌তে ব‌টিয়াঘাটা উপ‌জেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রা‌য়ের ছে‌লে রিপন তার ব্যবসা প্র‌তিষ্ঠান (সি‌ডির দোকান) থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন। অাসা‌মিরা পুর্ব শত্রুতার জের ধ‌রে তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত্যার পর লাশ ফে‌লে রে‌খে যায়। পর‌দিন সকা‌লে বৃ‌ত্তি খলশীবু‌নিয়া এলাকার রাস্তার পা‌শে তার মৃত‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে এলাকাবাসী পু‌লিশ‌কে খবর দেয়। ব‌টিয়াঘাটা থানা পু‌লিশ রিপ‌নের লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরন ক‌রেন।

এ ঘটনায় ২এ‌প্রিল রিপ‌নের বাবা বা‌দি হ‌য়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন (নং০১)। ২০১০ সা‌লের ২০জুলাই পু‌লি‌শের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র এসআই খান মাহবুবুর রহমান ৮জ‌নের বিরু‌দ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল ক‌রেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের ‌কৌশুলী ছি‌লেন বি‌শেষ পি‌পি আরিফ মাহমুদ লিটন।

About Author Information
আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
২৬৭ Time View

খুলনায় যুবক হত্যাকান্ডে ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০

খুলনাঃ

খুলনার ব‌টিয়াঘাটায় রিপন রায় (১৯)না‌মের এক যুবক‌কে হত্যার দা‌য়ে ৬অাসা‌মি‌কে যাবজ্জীবন কারাদন্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত। এছাড়া দোষী সাব্যস্ত না হওয়ায় ২জন‌কে খালাস দেয়া হ‌য়ে‌ছে।

সোমবার (২০জানুয়া‌রি) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা ক‌রে‌ছেন। রিপন রায় ব‌টিয়াঘাটা উপ‌জেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রা‌য়ের ছে‌লে। বৃ‌ত্তি খলশী বু‌নিয়ায় রিপন সি‌ডি দোকা‌নের ব্যবসা কর‌তো।

দন্ডপ্রাপ্তরা হলো, ব‌টিয়াঘাটা উপ‌জেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্ম‌দের ছে‌লে ম‌নিরুজ্জামান ঘরামী, পার‌শেমা‌রির ম‌জিদ সরদা‌রের ছে‌লে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছে‌লে জাহাঙ্গীর সরদার, নুর শে‌খের ছে‌লে এনামুল শেখ, খা‌লেক শে‌খের ছে‌লে কা‌দের শেখ ও সিরাজ শে‌খের ছে‌লে পিন্টু শেখ।

খালাশপ্রাপ্ত দু’জন হ‌লেন একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান ম‌ল্লিক। আদালতের উচ্চমান বেঞ্চ সহকা‌রি মোঃ সা‌য়েদুল হক শাহীন নথীর বরাত দি‌য়ে জানান, ২০০৭সা‌লের ১এ‌প্রিল রা‌তে ব‌টিয়াঘাটা উপ‌জেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রা‌য়ের ছে‌লে রিপন তার ব্যবসা প্র‌তিষ্ঠান (সি‌ডির দোকান) থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন। অাসা‌মিরা পুর্ব শত্রুতার জের ধ‌রে তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত্যার পর লাশ ফে‌লে রে‌খে যায়। পর‌দিন সকা‌লে বৃ‌ত্তি খলশীবু‌নিয়া এলাকার রাস্তার পা‌শে তার মৃত‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে এলাকাবাসী পু‌লিশ‌কে খবর দেয়। ব‌টিয়াঘাটা থানা পু‌লিশ রিপ‌নের লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরন ক‌রেন।

এ ঘটনায় ২এ‌প্রিল রিপ‌নের বাবা বা‌দি হ‌য়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রেন (নং০১)। ২০১০ সা‌লের ২০জুলাই পু‌লি‌শের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র এসআই খান মাহবুবুর রহমান ৮জ‌নের বিরু‌দ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল ক‌রেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের ‌কৌশুলী ছি‌লেন বি‌শেষ পি‌পি আরিফ মাহমুদ লিটন।