যশোর জেলা ফুটবল দলকে হারালো ঝিনাইদহ জেলা
যশোর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় পর্বের খেলায় ঝিনাইদহ জেলা ফুটবল একাদশের কাছে যশোর জেলা ফুলবল একাদশ ২-১ গোলে পরাজিত হয়েছে।
মঙ্গলবার বিকালে যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে খেলার প্রথমর্ধের ১৯ মিনিটে ঝিনাইদহ শুভ সরদার গোল করে দলকে এগিয়ে নেয়। ৪০ মিনিটে যশোরের আশরাফুল প্লেসিং শটে গোল করে দলকে সমতায় নিয়ে আসে।
দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ঝিনাইদহ শাকিল কাউন্টার অ্যাটাক থেকে প্লেসিং শটে দলের জয়সূচক গোলটি করেন। ফলে ঝিনাইদহ জেলা ২-১ গোলে জয়ী হয়েছে।
খেলার শুরুতে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা দু-দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়।