ঝিনাইদহে শেখ রাসেল ক্রীড়া চক্রের শোভাযাত্রা
ঝিনাইদহঃ
মুজিববর্ষ পালন উপলক্ষে ঝিনাইদহে শোভাযাত্রা ও সমাবেশ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার সকালে শহরের হাটের রাস্তার শেখ রাসেল চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান জে এম রশিদুল আলম রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্যাপ্টেন রাইসুল ইসলাম আসাদ, ক্রীড়া শিক্ষক সুরাইয়া পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা, মুজিববর্ষ পালন উপলক্ষে মাগুরার শ্রীপুরে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, ঝিনাইদহের বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পালনের কর্মসূচী ঘোষনা করেন।