ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের উহান থেকে দেশে ফিরতে চান ৩৪০ বাংলাদেশি

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়া শঙ্কার মধ্যে মূল আক্রান্তস্থল চীনের উহান থেকে দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন ১৯ শিশুসহ ৩৪০ বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি তালিকা বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে।

তবে ওই তালিকায় ৩১ জন বাংলাদেশি এমন সময়ে দেশে না ফেরার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান। 

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি খায়রুল বাশার জানান, বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কী ধরণের বিমান ব্যবহার করা হবে সে সম্পর্কে চীন ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চেয়েছে।

এর আগে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, চীন থেকে যে সকল বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে আসতে আগ্রহী, তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একটি সি-১৩০ ফ্লাইটের ব্যবস্থাসহ সব ধরণের ব্যবস্থা করে রেখেছে সরকার। 

তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে আগামী ১৪ দিনের মধ্যে চীনে বসবাসরত যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থল ত্যাগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

About Author Information
আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
৩৪২ Time View

চীনের উহান থেকে দেশে ফিরতে চান ৩৪০ বাংলাদেশি

আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

সবুজদেশ ডেস্কঃ

করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়া শঙ্কার মধ্যে মূল আক্রান্তস্থল চীনের উহান থেকে দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন ১৯ শিশুসহ ৩৪০ বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি তালিকা বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে।

তবে ওই তালিকায় ৩১ জন বাংলাদেশি এমন সময়ে দেশে না ফেরার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান। 

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি খায়রুল বাশার জানান, বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কী ধরণের বিমান ব্যবহার করা হবে সে সম্পর্কে চীন ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চেয়েছে।

এর আগে গত রোববার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, চীন থেকে যে সকল বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে আসতে আগ্রহী, তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একটি সি-১৩০ ফ্লাইটের ব্যবস্থাসহ সব ধরণের ব্যবস্থা করে রেখেছে সরকার। 

তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে আগামী ১৪ দিনের মধ্যে চীনে বসবাসরত যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থল ত্যাগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।