যশোর-৬ আসনে উপ-নির্বাচন: স্বামীর পক্ষে চিত্রনায়িকা শাবানার গণসংযোগ
যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশের একসময়ের কিংবদন্তি নায়িকা আফরোজা সুলতানা রত্না শাবানার স্বামী ওয়াহিদ সাদেক যশোর-৬ কেশবপুর সংসদীয় শূন্য আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার দুপুরে কেশবপুর বড়েঙ্গা গ্রামে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি তার ইচ্ছা ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে ওয়াহিদ সাদেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শাবানাকে নির্বাচন করতে বলেন। তখন শাবানা নির্বাচনে রাজী না হয়ে; স্বামী ওয়াহিদ সাদিক নির্বাচন করতে চান প্রধানমন্ত্রীকে জানান। তখন নেত্রী তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। তিনি মনোনয়ন পাবেন বলে শতভাগ নিশ্চিত করেন।
ওয়াহিদ সাদিক আরও বলেন, তিনি আমেরিকায় বাংলাদেশ আওয়ামীলীগ শাখার সদস্য। কেশবপুরের সংস্কৃতিক অঙ্গনের সমৃদ্ধির জন্য যুগান্তকারি পদক্ষেপ নেবেন। এলাকার গুনগত মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি কাজ করবেন। সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধনে কেশবপুরের উন্নয়ন করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে শাবানা বলেন, তারা দু’জনে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় কেশবপুর একটি সমৃদ্ধ জনপদে রুপ দেবেন। কেশবপুর উপজেলা আওয়ামীলীগ শাখার সকল স্তরের নেতা কর্মীরা তাকে সমর্থন দেবেন বলে তিনি দাবি দিয়েছিলেন। সংবাদ সম্মেলন শেষে স্ত্রী শাবানা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে তিনি নিজ গ্রামেই গণসংযোগ শুরু করেন।