বাগেরহাটে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক বহিস্কার
বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান কেন্দ্র থেকে শিক্ষক পঙ্কজ কুমার হালদারকে বহিস্কার করেন।
মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমার বিধিবহির্ভূতভাবে এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৩০ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহিত দিয়ে বহিস্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক বলেন, পঙ্কজ কুমারকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক বলেও কেন্দ্র সচিব জানান।
অপরদিকে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মিস্ত্রী বলেন, কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য রবীন্দ্রনাথ হালদার ও নাসিরুল ইসলামকে পাঠানো হয়েছে। ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমারকে পাঠানো হয়নি। তাকে কেন্দ্র সচিব ডেকে নিয়ে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।
এ সম্পর্কে জানার জন্য পঙ্কজ কুমার হালদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।