সিঙ্গাপুরে আরও ২ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত
সবুজদেশ ডেস্কঃ
সিঙ্গাপুরে আরও দুই জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট চার জন বাংলাদেশি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে মোট ৫৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আজ আরও আট জনের দেহে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্ত বাংলাদেশিদের সম্পর্কে বলা হয়, সিঙ্গাপুরে কাজ করার বৈধ ভিসা রয়েছে তাদের। এদের একজনের বয়স ৩০ বছর ও অন্যজনের ৩৭।
নতুন আক্রান্ত একজনের সম্পর্কে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে বেশিরভাগ সময় তিনি ঘরে কাটিয়েছেন। এর আগে বাংলাদেশের যে দুজন সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের সংস্পর্শে ছিলেন তিনি।