ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ (২৭)। এ সময় স্ত্রী, স্বামীকে চেপে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে। বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, ভিকটিম মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি আমরাও সঠিক ঘটনা অনুসন্ধান করছি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকায় বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। মেয়েটির স্বামীর তুলনামূলক কম পুড়েছে। তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

About Author Information
আপডেট সময় : ০৯:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
৫২৬ Time View

ঝিনাইদহে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী

আপডেট সময় : ০৯:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ (২৭)। এ সময় স্ত্রী, স্বামীকে চেপে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে। বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, ভিকটিম মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি। পাশাপাশি আমরাও সঠিক ঘটনা অনুসন্ধান করছি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকায় বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। মেয়েটির স্বামীর তুলনামূলক কম পুড়েছে। তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।