কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত ৩২ মেধাবীর উৎসব
ঝিনাইদহঃ
কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমীর ৩২ জন মেধাবী ছাত্র এবার পিইসিতে বৃত্তিলাভ করায় এক উৎসবের আয়োজন করা হয়। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত উৎসবে যোগ দেন ঝিনাইদহ- ৪ আসনের এমপি ও অত্র বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা আনোয়ারুল আজিম আনার।
এবার নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমী থেকে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার সফলতা দেখিয়েছে।
এ সফলতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের আয়োজনে উৎসবে যোগ দিয়ে এম পি আনার মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের গর্ব। জীবনের প্রতিটি পরিক্ষায় এভাবে সফলতা এনে, একদিন দেশ ও জাতীর কল্যানে নিবেদিত হবে। তিনি অভিভাবিকাদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের আরো অনেক পথ এগোতে হবে। তাই আপনাদেরই সন্তানদের প্রতি আরো বেশি খোজ খবর ও নজর রাখতে হবে।
এ অনুষ্টানে আরো যোগ দেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইচ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিবলী নোমানী। এ সময়ে শিশু শিক্ষার্থীরা আগত অতিথিবৃন্দদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শেষে এমপি আনার মেধাবী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরুপ কলম তুলে দেন।
কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমীার অধ্যক্ষ শাহী আলমের পরিচালনায় এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্সদের সভাপতি জহুরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সদস্য সূবর্ন সাহা, হারুন অর রশিদ ও আব্দুস ছাত্তার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ স্কুল থেকে মোট ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশের সফলতা অর্জন করে। এরমধ্যে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এ বছর ফলাফলের বিচারে কালীগঞ্জ উপজেলায় প্রথম স্থান লাভ করেছে বিদ্যালয়টি। কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পূর্বের বছর গুলোতেও একই রকম সফলতা অর্জন করে আসছে।