করোনাভাইরাসের ৪ ওষুধ তৈরি করেছে ইরান
সবুজদেশ ডেস্কঃ
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইরানের তৈরি কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল টেস্ট চলছে।
ইরানের করোনাভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক কমিটির সদস্য মোস্তফা কনেয়ি বলেছেন, ইরানের কয়েকটি ওষুধ কোম্পানি এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় চারটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। তবে, এসব ওষুধ এখনো ক্লিনিক্যাল টেস্ট পর্যায়ে রয়েছে। গত ৫ই মার্চ থেকে ওষুধগুলোর ক্লিনিক্যাল টেস্ট শুরু হয়েছে। এই পর্বটি সম্পন্ন হতে আরও দুই সপ্তাহ লাগবে।
তিনি আরও জানিয়েছেন, চারটি ওষুধের মধ্যে দুটি ভেষজ ওষুধ রয়েছে যা করোনা রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরও দু’টি ওষুধ তৈরি করা হয়েছে যেগুলো মানুষের নাক এবং গলাকে করোনাভাইরাস মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
তবে, এসব ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা হবে কি না তা নিশ্চিত হওয়া যাবে ক্লিনিক্যাল টেস্ট পর্ব শেষ হওয়ার পর।