করোনাভাইরাসে আক্রান্ত রোনালদো
সবুজদেশ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ছে। ইতালির শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ডনিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসেলেশনে রয়েছেন। তার সতীর্থ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো হোম কোয়ারেনটাইনে রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের খবরে বলা হয়, রোনালদো পর্তুগালের মাদেইরাতে অবস্থিত তার বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন।
গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত সতীর্থ রুগানির সঙ্গে খেলেছেন রোনালদো। সেই ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় জুভেন্টাস। ম্যাচ শেষে রুগানির সঙ্গে রোনালদোকে উদযাপন করতেও দেখা যায়। হয়তো ড্রেসিংরুম শেয়ার বা খেলা শেষে উদযাপনের সময় করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন রোনালদো।