গুজবে উধাও থানকুনি পাতা, অতিরিক্ত পণ্য না ক্রয়ের আহবান ডিসির
সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাজার থেকে প্রয়োজনের অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় দ্র্যবাদি না ক্রয়ের জন্য সর্বসাধারণের প্রতি আহব্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের প্রতি তিনি এ আহব্বান জানান।
এদিকে, থানকুনির তিনটা পাতা খেলে করোনা আক্রান্ত হবে না এমন গুজবে বাজার থেকে উধাও হয়ে গেছে থানকুনি পাতা। এছাড়া জেলাব্যাপী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৮৭ জনকে।
সাতক্ষীরা বড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমীর হোসেন বলেন, থানকুনি পাতা খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে যে যার মত থানকুনি পাতা ক্রয় করে নিয়ে গেছে। বাজারে এখন কোথাও থানকুনি পাতা নেই। বাজারে এক গুচ্ছ থানকুনি পাতা ১৫-২০ টাকায় সাধারণত বিক্রি হয়। তবে এখন আর মিলছে না।
এদিকে, গুজব রটেছে সূর্য উঠার আগে থানকুনির তিনটা পাতা খেলে করোনা হবে না। এক হুজুর স্বপ্নে পেয়েছেন এই ওষধ। সাতক্ষীরার গ্রামাঞ্চলে এই গুজবে ভোর রাতে মাঠ থেকে থানকুনি পাতা খুঁজে পরিবারের সদস্যদের খাওয়ানো হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, থানকুনি পাতা খেলে করোনা হবে না এটা নিছক গুজব। আমার বাসা থেকেও এটা খাওয়ার কথা বলেছে। তাদেরও জানিয়েছি, এটা গুজব ছাড়া কিছু নয়।
তিনি বলেন, জেলায় বিভিন্ন দেশ থেকে বাড়িতে আসা ৮৭ জনকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি না ক্রয়ের জন্য আহব্বান জানানো হয়েছে। অতিরিক্ত দ্রব্য ক্রয় করলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দিতে পারে। এতে মূল্যবৃদ্ধিও দেখা দিবে।
তিনি বলেন, আমাদের সচেতনার বিকল্প নেই। সাতক্ষীরায় যে সকল বিদেশ ফেরৎদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা আগামী ১৪ দিন সেখানে থাকবে। বাইরে বের হলে বা কেউ তার সঙ্গে দেখা করতে আসলে জেল-জরিমানা করা হবে।