বাগেরহাটে করোনা সন্দেহে নারী আইসোলেশনে
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীতে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার ওই নারী ডায়েরীয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। আজ সকালে ওই ওয়ার্ডে কর্মরত সেবীকাদের সন্দেহ হলে তারা চিকিৎসকের দৃষ্টি আকর্ষন করে। কর্মরত চিকিৎসক ওই নারীকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে পাঠায়। ওই নারী গত কয়েকদিন ধরে বাড়িতে থেকে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।
তিনি আরো বলেন, বর্তমানে বাগেরহাটে ৪ হাজার ২‘শ বিদেশফেরতের মধ্যে ১ হাজার ২৯৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।