করোনা: ঝিনাইদহে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
ঝিনাইদহঃ
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। অতিমাত্রার ছোঁয়াছে এই ভাইরাস। করোনা প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জেলা পুলিশ। সকালে পুলিশ লাইনসে টিম গঠন করে তাদের বিভিন্ন বিষয়ে দিক নিদের্শনা দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
পরে থানা ও ডিবি পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, হামদহ, চুয়াডাঙ্গা বাসন্ট্যান্ড, পাগলা কানাই এলাকাসহ বিভিন্ন স্থানে টহল দেয়।
এসকল স্থানে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সব ধরনের দোকান বন্ধ রাখতে এবং জন সমাগম এড়াতে নির্দেশ দেয়। এছাড়াও হ্যান্ড মাইক হাতে নিয়ে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘরের বাহিরে বের হতে নিষেধ করে।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমের সকল পিপিই সরবরাহ করা হয়েছে।