মাইক্রোবাসে কুলখানি খেয়ে ফিরছিলেন, হেঁটে বাড়ি পাঠালেন ম্যাজিষ্ট্রেট
সাতক্ষীরা প্রতিনিধিঃ
মাইক্রোবাসযোগে কুলখানি খেয়ে ফিরে আসার সময় ম্যাজিষ্ট্রেটের সামনে পড়ে বিপাকে পড়লেন সাতক্ষীরার পাটকেলঘাটার থানার সরুলিয়া গ্রামের ১৫ বাসিন্দা।
সরকারি নির্দেশনা না মেনে আত্নীয়ের বাড়িতে ঘুরতে যাওয়ার শাস্তিস্বরুপ তাদের তিন কিলোমিটার হাঁটানো হয়। এ ঘটনায় জব্দ করা হয়েছে মাইক্রোবাসটি।
তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, জনসমাগম রোধ ও সকলকে বাড়িতে থাকার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি নজরদারি করতে টহল চলমান রয়েছে। মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা-সরুলিয়া সড়কে টহলকালে একটি মাইক্রোবাসকে দাঁড় করানো হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কলারোয়া উপজেলা থেকে কুলখানির একটি অনুষ্ঠাণ থেকে খেয়ে বাড়িতে ফিরছেন।
তিনি বলেন, এ ঘটনায় তাদের সতর্ক করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে তারা বাড়িতে ফিরেছেন।