ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরল ৪৬ ভাটা শ্রমিক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
ঢাকা থেকে ঠিকানা পরিবহনে করে সাতক্ষীরায় ফিরেছে ৪৬ জন ইটভাটা শ্রমিক। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি ফুটবল মাঠে এসব শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে দেয় পরিবহনটি। সেখান থেকে পৃথক আরেকটি ট্রাকে করে এসব কালিগঞ্জ ও শ্যামনগরের উদ্দেশ্যে শ্রমিকরা রওনা হন।
জানা গেছে, ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন এসব শ্রমিকরা। কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তারা। করোনা পরিস্থিতিতে আতঙ্কের মাঝে নিজেদের গ্রামের বাড়িতে ফিরেছেন তারা।
দেবহাটার পুষ্পকাটি এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, পুষ্পকাটি ফুটবল মাঠে ঢাকা থেকে ঠিকানা পরিবহনে ৪৬ জন ইটভাটা শ্রমিকরা এসে নামনে। সঙ্গে সঙ্গে এসব শ্রমিকরা পরিবহন থেকে নেমে একটি ট্রাকে উঠে যান। ঘটনাটি দেবহাটা থানা পুলিশকে অবহিত করা হয়। দেবহাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। তবে পুলিশের টিম আসার পূর্বেই ভাটা শ্রমিকদের নিয়ে ট্রাকটি কালিগঞ্জ-শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঢাকা থেকে শ্রমিকরা এসেছেন বিষয়টি আমার জানা নেই। কেউ থানায় অবহিত করেনি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, বিষয়টি জানলাম। ঢাকা থেকে ফিরে আসা এসব শ্রমিকদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।