দুস্থদের জন্য খুলনা জেলা পুলিশের ৫৬ সদস্যের রেশন প্রদান
বিশেষ প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারন করেছে। সারাদেশেই অঘোষিত লকডাউন চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করছে প্রশাসন। অফিস-আদালত, দোকান-পাট, স্কুল-কলেজ সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া, অসহায় মানুষেরা।
সেই সব দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা পুলিশের ৫৬ জন সদস্য। তাদের এপ্রিল মাসের রেশন সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রদান করার জন্য খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ’র (বিপিএম) কাছে হস্তান্তর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের আরও-১ এসআই আলিমুজ্জামান, পুলিশ সদস্য এস আই অসিত কুমার, এ এস আই মিরাজ হোসেন, মাসুম মালিথা, এস.এম আকবর, রাকিব হাসান, মেহেদি হোসেন প্রমুখ।
খুলনা জেলা পুলিশের আরও-১ এসআই আলিমুজ্জামান জানান, খুলনা জেলা পুলিশের ৫৬ সদস্যের এপ্রিল মাসের রেশন অসহায় ও দুস্থদের মাঝে প্রদানের জন্য পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্যারের কাছে হস্তান্তর করেছি। দুস্থদের মাঝে বিতরণের জন্য চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও রসুন রয়েছে।