ঝিনাইদহে করোনার মধ্যে কর্মস্থলে না থাকায় ২ কর্মকর্তাকে শোকজ
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় সরকারি নির্দেশনা অম্যান্য করে কর্মস্থলে উপস্থিত না থাকার কারণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খানকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।
শৈলকুপা উপজেলা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম করোনা মহামারী প্রতিরোধ ও করনীয় এবং ত্রাণ বিতরণ সংক্রান্ত সভা আহ্বান করেন। এ সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসনের জরুরী মিটিং ছিল। সেখানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এবং শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান অংশগ্রহণ করেনি।
জরুরি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে এ দু’জন কর্মকর্তা বলেন, মিটিংয়ের বিষয়ে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি।
সোমবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব জানান, করোনা পরিস্থিতিতে কর্মস্থলে না থাকায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তাদেরকে শোকজ করেছেন। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত করেছে বর্ধিত করেছে। সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। আর এই ছুটির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়াও কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রস্তুত করতে স্থানীয় প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে।