করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে
সবুজদেশ ডেস্কঃ
সোয়া লাখ মানুষের প্রাণ কেড়ে নিলো নভেল করোনা ভাইরাস। বিশ্বজুড়ে প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছেই এই ভাইরাস।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬০৪ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ জন।
প্রাণঘাতি ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার বলছে, এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যায় অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
সবশেষ তথ্য অনুযায়ী, ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এরপরেই আছে ইউরোপের দেশ ইতালি। করোনা ভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছিল এখানেই। তবে এখন সে দাপট কিছুটা কমেছে। শেষ তথ্য অনুযায়ী ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৭জনের।
এছাড়া স্পেনে ১৮হাজার ২৫৫, ফ্রান্সে ১৫হাজার ৭২৯ ও যুক্তরাজ্যে ১২ হাজার ১০৭ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।