ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে সন্ত্রাসী হামলায় গৃহবধূ নিহত

Reporter Name

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে সন্ত্রাসী হামলায় চম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জুয়েল রানা (২৪)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত জুয়েল রানা পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তার এক বছরের ছেলে রয়েছে।

জুয়েলের বাবা ছমির উদ্দীন জানান, রাত দেড়টার দিকে জুয়েল ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে মারধর ও মাথায় কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত জুয়েল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

About Author Information
আপডেট সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
৩৬২ Time View

গভীর রাতে সন্ত্রাসী হামলায় গৃহবধূ নিহত

আপডেট সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে সন্ত্রাসী হামলায় চম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জুয়েল রানা (২৪)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত জুয়েল রানা পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তার এক বছরের ছেলে রয়েছে।

জুয়েলের বাবা ছমির উদ্দীন জানান, রাত দেড়টার দিকে জুয়েল ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে মারধর ও মাথায় কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত জুয়েল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।