ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার থেকে কালীগঞ্জ শহরের ৫টি স্থানে বসবে কাঁচাবাজার

Reporter Name

ঝিনাইদহঃ

জনদূর্ভোগ কমাতে কালীগঞ্জ শহরের ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাচা বাজার বসানোর ঘোষনা দিয়েছে প্রশানন। সেই সাথেই সামাজিক দুরুত্ব বজায় রেখে খুলবে মুদিদোকান। আগামী শুক্রবার থেকেই প্রতিদিন সকাল থেকে বেলা ১২ টা পর্ষন্ত বেচাকেনা চলবে।

বাজারের নির্ধারিত স্থান গুলো হলো- সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠ, মাহতাব উদ্দিন কলেজ মাঠ, পুরাতন গোহাটা অর্থাৎ মোবারক আলী স্কুল পার্শ্বের মাঠ), শেখ রাসেল ষ্টেডিয়াম ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক সভাতে ওই সিদ্ধান নেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মহমারী করোনা প্রতিরোধে জসসমাগম এড়াতে শহরের কাচা বাজার বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে জনসাধারনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে শহরের ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাচা বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে মাহতাব উদ্দিন কলেজ মাঠে শুধুমাত্র পাইকারী বাজার চলবে এবং বাকী ৪ টি স্থানে খুচরা কাচাবাজার বসবে। সেখানে কাচা তরিতরকারী ও মাছ সহ অন্নান্য পন্যও বিক্রি করতে পারবে।

তিনি আরো জানান, ওইসব স্থানগুলিতে ৫ ফুটের এক একটি দেকানের দুরর্ত্ব হবে ২০ ফুট। এছাড়াও গরু, খাসী ও মুরগীর দোকানীরা স্ব, স্ব স্থানে বসেই মাংশ বিক্রি করবে। এবং দুটি কাচা বাজার বাদে শহরের বিভিন্ন রোডের মুদি ব্যাবসায়ীরা সামাজিক দুরর্ত্ব নিশ্চিত করে বেলা ১২ টা পর্ষন্ত খোলা রাখতে পারবে।

কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ইউএনও সূবর্ণা রানীর সাহার সভাপতিত্বে ওই সভাতে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ।

About Author Information
আপডেট সময় : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
১০০৭ Time View

শুক্রবার থেকে কালীগঞ্জ শহরের ৫টি স্থানে বসবে কাঁচাবাজার

আপডেট সময় : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০

ঝিনাইদহঃ

জনদূর্ভোগ কমাতে কালীগঞ্জ শহরের ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাচা বাজার বসানোর ঘোষনা দিয়েছে প্রশানন। সেই সাথেই সামাজিক দুরুত্ব বজায় রেখে খুলবে মুদিদোকান। আগামী শুক্রবার থেকেই প্রতিদিন সকাল থেকে বেলা ১২ টা পর্ষন্ত বেচাকেনা চলবে।

বাজারের নির্ধারিত স্থান গুলো হলো- সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠ, মাহতাব উদ্দিন কলেজ মাঠ, পুরাতন গোহাটা অর্থাৎ মোবারক আলী স্কুল পার্শ্বের মাঠ), শেখ রাসেল ষ্টেডিয়াম ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক সভাতে ওই সিদ্ধান নেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মহমারী করোনা প্রতিরোধে জসসমাগম এড়াতে শহরের কাচা বাজার বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে জনসাধারনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে শহরের ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাচা বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে মাহতাব উদ্দিন কলেজ মাঠে শুধুমাত্র পাইকারী বাজার চলবে এবং বাকী ৪ টি স্থানে খুচরা কাচাবাজার বসবে। সেখানে কাচা তরিতরকারী ও মাছ সহ অন্নান্য পন্যও বিক্রি করতে পারবে।

তিনি আরো জানান, ওইসব স্থানগুলিতে ৫ ফুটের এক একটি দেকানের দুরর্ত্ব হবে ২০ ফুট। এছাড়াও গরু, খাসী ও মুরগীর দোকানীরা স্ব, স্ব স্থানে বসেই মাংশ বিক্রি করবে। এবং দুটি কাচা বাজার বাদে শহরের বিভিন্ন রোডের মুদি ব্যাবসায়ীরা সামাজিক দুরর্ত্ব নিশ্চিত করে বেলা ১২ টা পর্ষন্ত খোলা রাখতে পারবে।

কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ইউএনও সূবর্ণা রানীর সাহার সভাপতিত্বে ওই সভাতে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ।