ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাই কর্ম, চাই খাদ্য, থাকবো ঘরে নিরাপদে

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় সরকারি খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন অসহায় দরিদ্র মানুষ। শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এলাকায় সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল। নতুন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান,‘করোনাভাইরাস থেকে নিজের ও পরিবারের মানুষ গুলোকে রক্ষা করতে কাজকর্ম ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছি। কোনো কাজ করতে পারছি না। এতে আমাদের ঘরের খাবার নাই। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের কোনো খোঁজ রাখছে না। তাই ক্ষুধার যন্ত্রণায় ত্রানের দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছি। চেয়ারম্যান তার পরিচিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সরকারের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি করছে এই জনপ্রতিনিধি। তা হলে আমরা গরিব মানুষ কোথায় গিয়ে দাঁড়বো। তাই আজ সড়কে অবস্থান নিয়েছি।

এ ব্যাপারে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন, ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি হয়নি। ইউনিয়ন এলাকার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় মেম্বরদের উপর ক্ষোভ থাকায় তারা আজ আমাকে কিছু না জানিয়েই বিক্ষোভ করেছে। সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছি কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে সবার মধ্যে এ ত্রাণ সাহায্য দেওয়া হবে। বরাদ্দ কম থাকায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না। এলাকার একশ্রেণীর লোকজনের ইন্ধনে তারা বিক্ষোভ করেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বিক্ষোভের খরব আমি শুনেছি। আমি ওই ইউপি চেয়ারম্যানকে বলেছি নতুন তালিকা তৈরী করতে। বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে

About Author Information
আপডেট সময় : ০৭:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
৪৮৮ Time View

নাই কর্ম, চাই খাদ্য, থাকবো ঘরে নিরাপদে

আপডেট সময় : ০৭:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় সরকারি খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন অসহায় দরিদ্র মানুষ। শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এলাকায় সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল। নতুন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান,‘করোনাভাইরাস থেকে নিজের ও পরিবারের মানুষ গুলোকে রক্ষা করতে কাজকর্ম ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছি। কোনো কাজ করতে পারছি না। এতে আমাদের ঘরের খাবার নাই। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের কোনো খোঁজ রাখছে না। তাই ক্ষুধার যন্ত্রণায় ত্রানের দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছি। চেয়ারম্যান তার পরিচিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সরকারের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি করছে এই জনপ্রতিনিধি। তা হলে আমরা গরিব মানুষ কোথায় গিয়ে দাঁড়বো। তাই আজ সড়কে অবস্থান নিয়েছি।

এ ব্যাপারে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন, ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি হয়নি। ইউনিয়ন এলাকার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় মেম্বরদের উপর ক্ষোভ থাকায় তারা আজ আমাকে কিছু না জানিয়েই বিক্ষোভ করেছে। সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছি কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে সবার মধ্যে এ ত্রাণ সাহায্য দেওয়া হবে। বরাদ্দ কম থাকায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না। এলাকার একশ্রেণীর লোকজনের ইন্ধনে তারা বিক্ষোভ করেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বিক্ষোভের খরব আমি শুনেছি। আমি ওই ইউপি চেয়ারম্যানকে বলেছি নতুন তালিকা তৈরী করতে। বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে