কালীগঞ্জে নিজ গ্রামের অসহায় মানুষের পাশে তিন ভাই
সবুজদেশ রিপোর্টঃ
মহামারী করোনাভাইরাস মোকাবিলায় বাড়িতে আশ্রয় নেওয়া কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিন ভাই। তারা নিজ গ্রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়ায় সোমবার (২০) দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
তারা হলেন-নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান খান, যশোরের ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরব আলী খান ও ব্যবসায়ী শুকুর আলী খান।
সাজ্জাদুর রহমান খান বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় গোটা পৃথিবী আজ এক কঠিন এক সঙ্কটে। আমরা সাধ্য অনুযায়ী এলাকার গরিব অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও আমরা অসহায় মানুষদের পাশে থাকবো।’
তিনি দেশের এ সঙ্কটকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।