ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সরকারি ত্রাণ আত্মসাৎ, ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name

ফাইল ফটো

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে হাব্বু (৫২)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার গরীব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। এ জন্য উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাব্বু ৫০ জন দুস্থের একটি তালিকা প্রস্তুত করেন। গত ৯ ও ১০ এপ্রিল ওই ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন তিনি।

সূত্র জানায়, ত্রাণ বিতরণে হাব্বু ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেন। তালিকায় নাম থাকার পরও ত্রাণ না পেয়ে ওই ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনূর, সারুজান, আমিরুল, মোকাব্বর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ইউপি সদস্য হাব্বুর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

ইউপি সদস্য হাব্বুকে গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
৩২৬ Time View

কুষ্টিয়ায় সরকারি ত্রাণ আত্মসাৎ, ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে হাব্বু (৫২)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার গরীব, অসহায়, দিনমজুর ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। এ জন্য উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাব্বু ৫০ জন দুস্থের একটি তালিকা প্রস্তুত করেন। গত ৯ ও ১০ এপ্রিল ওই ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন তিনি।

সূত্র জানায়, ত্রাণ বিতরণে হাব্বু ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেন। তালিকায় নাম থাকার পরও ত্রাণ না পেয়ে ওই ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনূর, সারুজান, আমিরুল, মোকাব্বর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ইউপি সদস্য হাব্বুর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

ইউপি সদস্য হাব্বুকে গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।