ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা দীর্ঘ সময় ধরে থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের তান্ডব কোথায় গিয়ে শেষ হয় তা বলা মুশকিল। সারা বিশ্বই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। করোনা নিয়ে নানা তথ্য প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারাও বলছে কবে নাগাদ করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হবে তা বলা যাবে না। বরং এই ভাইরাসটি দীর্ঘ সময় ধরে থাকবে বলে শঙ্কা সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের। সুইজারল্যান্ডের জেনেভায় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, অধিকাংশ দেশ এই মহামারির প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে। যেসব দেশ প্রথম দিকে আক্রান্ত হয়েছে তারা আবার এর উত্থান দেখছে। কোন ভুল করা যাবে না।আমাদের অনেক পথ যেতে হবে। আমাদের সঙ্গে এটি অনেক সময় থাকবে।

এ সময় আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য অ্যামেরিকা এবং দক্ষিণ অ্যামেরিকায় করোনা রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্কও করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস । পাশাপাশি করোনাকালে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সাবধানতার সঙ্গে চালু করার আহ্বান জানান তিনি।

এছাড়াও এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীনের উহান শহরে। তারপর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটির সংক্রমণে চীনেই মারা গেছেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। তবে দেশটি খুব স্বল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে চীনের পর ইতালিতে তারপর সবচেয়ে বেশি আঘাত হানে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে দেশটিতে ৪৭ হাজার ৬৭৬ জনের প্রাণহানি ঘটেছে করোনা ভাইরাসে। 

অন্যদিকে আক্রান্তের সংখ্যাও কম নয়। দেশটির প্রায় সাড়ে আট লাখ মানুষ করোনায় আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতেও মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। এছাড়া স্পেনে ২১ হাজার ৭১৭ ও ফ্রান্সে ২১ হাজার ৩৪০ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বব্যাপি এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২৩০ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৯৭ জন।

About Author Information
আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
৪১৭ Time View

করোনা দীর্ঘ সময় ধরে থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

সবুজদেশ ডেস্কঃ

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের তান্ডব কোথায় গিয়ে শেষ হয় তা বলা মুশকিল। সারা বিশ্বই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। করোনা নিয়ে নানা তথ্য প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারাও বলছে কবে নাগাদ করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হবে তা বলা যাবে না। বরং এই ভাইরাসটি দীর্ঘ সময় ধরে থাকবে বলে শঙ্কা সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের। সুইজারল্যান্ডের জেনেভায় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, অধিকাংশ দেশ এই মহামারির প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে। যেসব দেশ প্রথম দিকে আক্রান্ত হয়েছে তারা আবার এর উত্থান দেখছে। কোন ভুল করা যাবে না।আমাদের অনেক পথ যেতে হবে। আমাদের সঙ্গে এটি অনেক সময় থাকবে।

এ সময় আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য অ্যামেরিকা এবং দক্ষিণ অ্যামেরিকায় করোনা রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্কও করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস । পাশাপাশি করোনাকালে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সাবধানতার সঙ্গে চালু করার আহ্বান জানান তিনি।

এছাড়াও এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীনের উহান শহরে। তারপর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটির সংক্রমণে চীনেই মারা গেছেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। তবে দেশটি খুব স্বল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে চীনের পর ইতালিতে তারপর সবচেয়ে বেশি আঘাত হানে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে দেশটিতে ৪৭ হাজার ৬৭৬ জনের প্রাণহানি ঘটেছে করোনা ভাইরাসে। 

অন্যদিকে আক্রান্তের সংখ্যাও কম নয়। দেশটির প্রায় সাড়ে আট লাখ মানুষ করোনায় আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতেও মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। এছাড়া স্পেনে ২১ হাজার ৭১৭ ও ফ্রান্সে ২১ হাজার ৩৪০ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বব্যাপি এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২৩০ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৭ হাজার ৭৯৭ জন।