করোনা উপস্বর্গে মৃত্যু: রিপোর্ট পজেটিভ, মুজিবনগর লকডাউন
মেহেরপুরঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ১ম করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই রোগীর পজেটিভ রিপোর্ট আসে বলে জানান জেলা সিভিল সার্জন ডা : নাসির উদ্দিন। বুধবার করোনা ভাইরাস সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, শরীরে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর দুপুরে তার মৃত্যু হয়। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর লাশের দাফন কাজে অংশ নেওয়া মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, ওসি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া ডাক্তার ও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। মারা যাওয়া ব্যাক্তির বাড়ি মুজিবনগরের ভবের পাড়া গ্রামে।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তি মারা গেছে। আজ সকাল দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লক ডাউন ঘোষনা করা হয়েছে। এদিকে গতকাল এই উপজেলায় এক ব্রাক কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।