কালীগঞ্জে করোনায় আক্রান্ত দুই ব্যক্তি যা বললেন
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে একজন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে মোট কালীগঞ্জ উপজেলায় গত দু’দিনে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ও উপজেলার শিবনগর এলাকার বাসিন্দা। অন্যজন উপজেলার রাখালগাছি ইউনিয়নের খোশালপুর গ্রামের এক চাষী। তিনি গত ১৯ তারিখে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন।
রোববার সকালে রিপোর্ট পাওয়ার পর সবুজদেশ নিউজ ডটকমের পক্ষ থেকে আক্রান্ত দুই ব্যক্তির মোবাইলে যোগাযোগ করা হয়।
আক্রান্ত চিকিৎসক মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, গত বুধবার তিনি নমুনা দিয়েছেন। রোববার সকালে তিনি জানতে পেরেছেন তার করোনা পজেটিভ। তিনি নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন। গতকাল থেকে শরীর একটু খারাপ অনুভব করছেন তিনি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তিনি শিবনগর এলাকায় থাকেন।
অন্যজন করোনায় আক্রান্ত উপজেলার খোশালপুর গ্রামের চাষী মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, তিন চাষের কাজ করেন। কাজ না থাকায় গত ১২ তারিখে তিনি চট্টগ্রামে যান ট্রাকের হেলপার হয়ে। এরপর গত ১৯ তারিখে বাড়িতে ফিরে আসেন। এরপর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন। রোববার সকালে বাড়িতে গ্রাম পুলিশ এসে জানায় তার করোনা হয়েছে। আরো জানান, তিনি সুস্থ আছেন।
রোববার সকালে ১৫ টি নমুনা পরীক্ষার মধ্যে আরও ৭ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, শৈলকুপায় ১ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ এসেছে। বাকি ৭টি নেগেটিভ এসেছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, আক্রান্ত দুই ব্যক্তি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।