ঝিনাইদহে ৪৩ স্কুল-কলেজের এমপিও চূড়ান্ত (তালিকাসহ)
ঝিনাইদহঃ
দেশে এক হাজার ৬৩৩ শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ স্তরে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যশোরে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর এমপিওভুক্ত হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেন।
ঝিনাইদহ জেলায় এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিম্ন -মাধ্যমিক বিদ্যালয় ১৩ টি।
মাধ্যমিক বিদ্যালয়ঃ ২১ টিঃ
কলেজ ৭টি:
ডিগ্রী কলেজ ০২ টিঃ
জানা যায়, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত বছর ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন ভাতা পাওয়ার কথা।
তালিকায় নিম্ন মাধ্যমিকে ৪৩০, মাধ্যমিকের ৯৯১, স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি সহ মোট এক হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।