যশোর হাসপাতালের ২৮ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টাইনে
যশোর প্রতিনিধিঃ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসকসহ ২৮জন স্বাস্থ্যকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসায় হাসপাতালটির এসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২৩ এপ্রিল হাসপাতালের দুইজন রোগী তথ্য গোপন করে মেডিসিন ও করোনারী কেয়ার ইউনিটে ভর্তি হন। পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে চিকিৎসকের সন্দেহ রোগীদের করোনা পরীক্ষার নিদের্শনা দেওয়া হয়। পরে ২৫ এপ্রিল রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। পরেদিন ২৬ এপ্রিল প্রতিবেদনে ওই দুই রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ করোনারি ও মেডিসিন ওয়ার্ড লকডাউল ঘোষণা করেন।
পরে রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক, সেবিকা ও কর্মচারীকে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বুধবার হাসপাতালে ১১ জন চিকিৎসক, ১১ সেবিকাসহ ২৮জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর নিদেশ দেন।
এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, দুই রোগী তথ্য গোপন করে ভর্তি হওয়ার কারনে হাসপাতালে কর্মরত ২৮ জনকে এক সাথে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাদের পাঠানো হয়েছে তাদের নমুনা পজেটিভ আসলে হাসপাতাল লকডাউল দেওয়া লাগতে পারে।