ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসা মেলেনি জরুরী বিভাগে, হাসপাতাল চত্বরেই সন্তান প্রসব গৃহবধুর

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরেই সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধু। প্রসব বেদনা উঠলে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী শিমুলী রানী দাসকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

তবে তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপরেই সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। গত পহেলা মে (শুক্রবার) সকাল ৭.২০ মিনিটে এ ঘটনা ঘটে।

এদিকে, সোমবার এ ঘটনার কয়েকটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্বাস্থ্য বিভাগে। তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করেছেন সিভিল সার্জন। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গৃহবধু শিমুলী দাস ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। গৃহবধুর মা অষ্টুমী রানী দাস জানান, প্রসব বেদনায় মেয়েকে নিয়ে সদর হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা কোন চিকিৎসা দেয়নি। কিছুক্ষণ পরই মেয়ের প্রসব বেদনা উঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপর সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি।

এ ঘটনায় সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটি অস্বীকার করেছেন।

অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ঘটনাটি জানার পরই তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

About Author Information
আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
৩৫১ Time View

চিকিৎসা মেলেনি জরুরী বিভাগে, হাসপাতাল চত্বরেই সন্তান প্রসব গৃহবধুর

আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরেই সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধু। প্রসব বেদনা উঠলে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী শিমুলী রানী দাসকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

তবে তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপরেই সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। গত পহেলা মে (শুক্রবার) সকাল ৭.২০ মিনিটে এ ঘটনা ঘটে।

এদিকে, সোমবার এ ঘটনার কয়েকটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্বাস্থ্য বিভাগে। তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করেছেন সিভিল সার্জন। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গৃহবধু শিমুলী দাস ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। গৃহবধুর মা অষ্টুমী রানী দাস জানান, প্রসব বেদনায় মেয়েকে নিয়ে সদর হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা কোন চিকিৎসা দেয়নি। কিছুক্ষণ পরই মেয়ের প্রসব বেদনা উঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের উপর সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি।

এ ঘটনায় সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি ঘটনাটি অস্বীকার করেছেন।

অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ঘটনাটি জানার পরই তিন সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।