খুলনায় বিষাক্ত অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীতে বিষাক্ত বিষাক্ত অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর বাবু লাল দাসের ছেলে অরুন দাস (৬০) ও কেলে দাসের ছেলে নীলা দাস (৬২)। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে অরুন দাস ও নীলা দাস স্পিরিট বা বিষাক্ত অ্যালকোহল কিনে পান করেন। এদের মধ্যে অরুন দাস আজ সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নীলা দাসকে প্রথমে শিবসা নার্সিংহোমে নেওয়া হয়, পরবর্তীতে তাকেও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ অনল রায় জানান, বিষাক্ত অ্যালকোহল পানে অরুন দাস ও নীলা দাস নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক অরুন দাস নামে একজনের মৃত্যু নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি।