চুয়াডাঙ্গায় নতুন করে আরও করোনা শনাক্ত ৭
চুয়াডাঙ্গাঃ
২৪ ঘণ্টায় নতুন করে চুয়াডাঙ্গা জেলার তিন উপজেলার ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সদরের বলদিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া জাহিদুল ইসলামের করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জেলায় নতুন করে আক্রান্তদের মধে সদর উপজেলার ৫ জন, আলমডাঙ্গার ১ ও দামুড়হুদা উপজেলায় ১ জন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম। সেখানে করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ০১ মে সকালে তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়। তবে তার পরিবারের লোকজন রাজশাহী না নিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় জাহিদুলের। সেদিনই তার শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।