কালীগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
ঝিনাইদহঃ
করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব চাষীরা। সেই সকল অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকালে কাদা-পানিতে নেমে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাঁটা কাজে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, ছাত্রলীগ নেতা পিয়াল হাসান, সাব্বির, পৌর ছাএলীগ নেতা শান্ত, ফরহাদ, লিখন, জিহাদ সহ প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী।
এ সময় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলেন, করোনা সংকটে আজ থেকে অসহায় ও গরীব চাষীদের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।