ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বর মাসে ওই ইউনিয়নের দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দরিবিন্নি গ্রামের আনিচুর রহমান ও শড়াবাড়িয়া গ্রামের মহাসিন ডাক্তারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধায় ওই দুই গ্রামের মাঝে কুমারহাল নদীরপাড়ে উভয় গ্রামের কয়েক জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের আগে ও পরে দু’দফায় ওই দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এঘটনায় আহতরা হলেন- দরিবিন্নি গ্রামের আসাদুল খাঁ, সুমন খাঁ, চাঁদ আলী, কাসেম আলী, আবু তালেব, সিরাজুল ইসলাম ও শড়াবাড়িয়া গ্রামের টিটু মণ্ডল, মধু বিশ্বাস, আলামিন ও হাসান। এদের মধ্যে আবু তালেবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শড়াবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আক্কাস আলী জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাদের গ্রামের আনিচুর রহমান সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে পার্শ্ববর্তী দরিবিন্নি গ্রামের মহাসিন ডাক্তার পরাজিত হয়। তখন থেকেই উভয়ের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এঘটনায় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, তুচ্ছ ঘটনায় ওই দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পূনরায় যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বুধবার রাত থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

About Author Information
আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
৩০৮ Time View

হরিণাকুণ্ডুতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বর মাসে ওই ইউনিয়নের দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দরিবিন্নি গ্রামের আনিচুর রহমান ও শড়াবাড়িয়া গ্রামের মহাসিন ডাক্তারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধায় ওই দুই গ্রামের মাঝে কুমারহাল নদীরপাড়ে উভয় গ্রামের কয়েক জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের আগে ও পরে দু’দফায় ওই দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এঘটনায় আহতরা হলেন- দরিবিন্নি গ্রামের আসাদুল খাঁ, সুমন খাঁ, চাঁদ আলী, কাসেম আলী, আবু তালেব, সিরাজুল ইসলাম ও শড়াবাড়িয়া গ্রামের টিটু মণ্ডল, মধু বিশ্বাস, আলামিন ও হাসান। এদের মধ্যে আবু তালেবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শড়াবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আক্কাস আলী জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাদের গ্রামের আনিচুর রহমান সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে পার্শ্ববর্তী দরিবিন্নি গ্রামের মহাসিন ডাক্তার পরাজিত হয়। তখন থেকেই উভয়ের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এঘটনায় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, তুচ্ছ ঘটনায় ওই দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পূনরায় যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বুধবার রাত থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।