সাতক্ষীরায় চিকিৎসকের উপর হামলা: ওষুধের দোকানি আটক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবের উপর হামলাকারী ওষুধের দোকানী মনিরুল সরদারকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা একটার দিকে খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওষধের দোকানি মনিরুল সরদার সদর হাসপাতালের সামনে এস এম ড্রাগ হাউজের মালিক ও স্থানীয় হান্নান সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, সদর হাসপাতালের এক চিকিৎসকের উপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সেটি পক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে এক রোগীর জন্য দেওয়া ওষধ পাল্টে দিতে বলায় মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবের উপর হামলা চালায় ওই দোকানী।
হামলার স্বীকার সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ডা. তৈয়েবুর রহমান গালিব জানান, হাসপাতালের ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর জন্য ব্যবস্থাপত্র দেখে নার্স জরুরী কিছু ওষধ আনতে পাঠান রোগীর স্বজনকে। রোগীর স্বজনও ওষধ নিয়ে ওয়ার্ডে ফেরেন। নার্স দেখলেন, এক ওষধের পরিবর্তে অন্য ওষধ দিয়েছে দোকানী। নার্স ওষধটা বদলে আনতে বললেন। রোগীর স্বজনও পুনরায় দোকানে গিয়ে ওষধ বদলাতে ব্যর্থ হয়ে ভারাক্রান্ত মন দিয়ে জরুরী বিভাগে ঘটনাটি জানায়।
তিনি বলেন, ওই লোকটি দেখে খুব অসহায় ও গরীব পরিবারের মনে হয়। ঘটনাটি আমাকে জানালে, আমি পুনরায় ওই দোকানে তাকে ওষধটি বদলে আনতে পাঠায়। অসহায় মানুষটি পুণরায় ফিরে এসে জানায়, ওষধ বদলে দিবে না আবার টাকাও ফেরৎ দিবে না। রোগীর স্বজনের কাছে টাকাও নেই। তখন অসহায় মানুষটির দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীর স্বজনের সঙ্গে আমিও দোকানে গিয়ে ওষধটি বদলে দিতে অনুরোধ করি। তখন ওষধের দোকানদার মনিরুল সরদার ওষধ বদলে দিতে অস্বকৃতি জানিয়ে বলে, ওই ওষধ আমার এখানে নেই। তখন টাকা ফেরৎ চাই। এতেই ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় ওষধের দোকানী মনিরুল সরদার।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়ত বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারই প্রেক্ষিতে হামলাকারীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরর বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।